Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে আনসার ও ভিডিপি কার্যালয় :

সংক্ষিপ্তি পরিচয়- 1948 সালের 12ই ফ্রেব্রুয়ারি ততকালীন সামাজিক অস্থিরতা, হানাহানি প্রতিহত করে সামাজিক শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করনে সরকারকে সহায়তার জন্য আনসার বাহিনী প্রতিষ্ঠা করা হয়। মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর 672 জন কর্মকর্তা, কর্মচারী ও সদস্য শহিদ হন। মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী মুজিব নগর সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন এ বাহিনীর 12 জন আনসার। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য  এ বাহিনীর 3 জন সদস্য বীর উত্তম/বীর বিক্রম খেতাব লাভ করেন। 1998 সালে এ বাহিনীকে জাতীয় পতাকা প্রদান করা হয়। এবং ক্রীড়া ক্ষেত্রে এ বাহিনীর 2004 সালে স্বাধীনতা পদক লাভ করে। সংবিধানের 152 নং অনুচ্ছেদ অনুযায়ী এটি একটি শৃংখলা বাহিনী। 1995 সালের মহান জাতীয় সংসদে পাশকৃত 3 টি পৃথক আইন দ্বারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিচালিত ।